ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
সাতক্ষীরা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার হতদরিদ্রদের মধ্যে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল বিতরণ শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভা চত্বরে মেয়র এমএ জলিল এই চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।



এসময় প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌল্লা সাগর, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রধান সহকারী প্রশান্ত ব্যানার্জি, স্টোর কিপার মীর শাহীন আলীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডের হতদরিদ্র চার হাজার ৬২০ পরিবারের মধ্যে ১০ কেজি করে মোট ৪৬ দশমিক ২০ টন চাল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।