সাভার (ঢাকা): সাভারের বংশী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা দিদারুল আরেফিন পিনাকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আমিনবাজারের কাছে মরদেহটি ভেসে উঠে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর বাংলানিউজকে জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের পাঁচ নেতা হযরতপুর থেকে নৌকাযোগে ব্যাংক টাউনে ফেরার পথে তাদের নৌকাটি বালুবোঝাই অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ছাত্রলীগ নেতা দিদারুল আরেফিন পিনাক।
নিহত পিনাক আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তবে ডুবে যাওয়া নৌকা ও মাঝির সন্ধান না পাওয়ায় পিনাকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নৌকাডুবিতে পিনাকের মৃত্যু হয়েছে ছাত্রলীগ এমন দাবি করলেও, পরিবার বলছে ভিন্ন কথা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি করেছেন পরিবারে সদস্যরা। এদিকে, মরদেহ উদ্ধারের খবরে পরিবারে বইছে কান্নার রোল। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পিনাকের পরিবার থেকে অভিযোগ এলে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসএনএইচ/জেডএস/আরআই