ঠাকুরগাঁও: ‘সাথে থেকো মনে রেখো’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব আলঝেইমার দিবস পালন করা হচ্ছে।
সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামন সাবু।
এছাড়াও বক্তব্য রাখন, উপদেষ্টা এহিয়া রউফ, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী ও সদস্য সৈয়দ মেরাজুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি/