ঢাকা: জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পৃথিবীর টেকসই উন্নয়ন ও পরিবেশগত ভারসম্য নিয়ে গভীর ও ব্যাপক চিন্তা-ভাবনা করতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পথ নির্দেশ: অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ও সরকারি নীতির স্বার্থক প্রয়োগ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভুক্তভুগী উন্নয়নশীল দেশগুলো। যারা এ জন্য সবচেয়ে কম দায়ী। জলবায়ু পরিবর্তনে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জনগোষ্ঠীকেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।
দারিদ্র্যের কারণে প্রতিবছর নারী ও কৃষকরা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামছুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ূন খালিদ, অ্যাকশন এইডের প্রতিনিধি ফারাহ কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমআইএস/টিআই