আশুলিয়া (ঢাকা): বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার জিরানি ও কুমকুমারী এলাকার টেন স্টার অ্যাপারেলস লি. নিট ও আরকো ডেনিম লিমিটেড নামে দু’টি পোশাক কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে নিজ নিজ কারখানার সামনে এ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, টেন স্টার অ্যাপারেলস কারখানার মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন ১৬ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল। তবে ১৫ সেপ্টেম্বর রাতেই কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে কারখানায় তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে কারখানাটি বন্ধ।
ফলে প্রায় ৩শ’ শ্রমিক বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান ধর্মঘট করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, বকেয়া না পেলে কঠোর কর্মসূচিতে যাবো। প্রয়োজনে মহাসড়ক অবরোধ করা হবে।
ধর্মঘটে সহযোগিতা করছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিকলীগ সংগঠনের সাভার ও আশুলিয়ার সভাপতি মো. সরোয়ার হোসেনসহ অন্য নেতারা।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসএনএইচ/জেডএস