ঢাকা: জামালপুর থেকে অপহৃত এক তরুণীকে (১৯) কদমদলীর পূর্ব ধনিয়া এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় সুজন দাস (২২), আব্দুল্লাহ (২১) নামে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার (স্পেশাল কোম্পানি) এএসপি সোনাহর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর জামালপুর থেকে ঐ তরুণীকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ অভিযোগের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানান সোনাহর আলম।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসজেএ/জেডএফ/আরএম