মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মুক্তা বেগম (২১) নামে এক নারীকে গলা টিপে হত্যার অভিযোগে তার স্বামী এরশাদ মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জায়ফর নগর ইউনিয়নের বেলাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জের ধরে ভোরে এরশাদ তার স্ত্রী মুক্তাকে লাঠি পেটা করে ও গলা টিপে হত্যা করেন। টের পেয়ে প্রতিবেশীরা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নারীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই