ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিবান্ধায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
হাতিবান্ধায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় লাভলী আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ক্লিনিক পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত লাভলী ওই ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী গ্রামের শহিদার রহমানের স্ত্রী।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিয়ার রহমান জানান, সকালে ক্লিনিক পাড়ায় রেললাইনের পাশে ছাগল আনতে যান লাভলী। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।