ঢাকা: নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জে ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করেছে র্যাব-২।
একই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকা, ৯টি মোবাইল, পাসপোর্ট ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মূল হোতা মো. মনজুর আলম (৪৯) ওরফে মনজু, মো. গিয়াস উদ্দিন ওরফে গেসু (৩১) মো. সেলিম (২৫), মো. মহিউদ্দিন (২৫), সিন্ডিকেটের ঢাকার সদস্য মো. আব্দুল মান্নান (৫৫) এবং সিন্ডিকেটের রাজশাহীর সদস্য মো. জাহাঙ্গীর আলম (৩৭)।
র্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান বলেন, চক্রটি মায়ানমার থেকে ইয়াবা এসে ঢাকাসহ সারাদেশে সরবরাহ করে বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে সিদ্দিরগঞ্জে তাদের আটক করা হয়।
তিনি বলেন, মঞ্জুরের নেতৃত্বে সিন্ডিকেটটি বিগত দুই বছরের বেশি সময় ধরে ইয়াবার ব্যবসা করছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। চক্রটির অন্যান্য সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান মুফতি মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫, আপডেট: ২১৪১ ঘণ্টা
এসজেএ/টিআই/এমএ