ঢাকা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ৩০ সেপ্টেম্বর এ আবেদনটি শুনানির দিন ধার্য করেন।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে আদালতে আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।
রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, টাঙ্গাইলের ডিসি ও এসপি, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সংশ্লিষ্ট আটজনকে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালমা আলী।
আবেদনে ঘটনা তদন্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।
ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে চারজন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ইএস/এমজেএফ
** টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় দুই ওসি প্রত্যাহার