ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ফের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ দিন ধার্য করেন।
প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অকার্যকর করার পর ট্রাইব্যুনালের বেঞ্চ পুনর্গঠন করা হয়। বেঞ্চের বিচারপতিরা আসামিদের অভিযোগের বিষয়ে জানতেই ফের শুনানির দিন ধার্য করেছেন।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, তাপস কান্তি বল এবং রেজিয়া সুলতানা চমন, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান এবং আসামি শামসুদ্দিন আহমেদের আইনজীবী মোহাম্মদ আতিকুর রহমান এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল চলাকালে আসামির কাঠগড়ায় তোলা হয় এ মামলার গ্রেফতার হওয়া একমাত্র আসামি অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদকে।
মামলায় পলাতক বাকি চার আসামি হলেন- শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম।
গত ১৩ মে মানবতাবিরোধী অপরাধে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
আসামিরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিদ্যানগর, আয়লা, ফতেরগুপ বিল, পীরাতন বিল ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ মামলায় প্রসিকিউশন ৪০ জনকে সাক্ষী করেছে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএইচপি/জেডএস/এবি