মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নদী পার হওয়ার জন্যে পাটুরিয়া ঘাটে অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।
সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
তিনি জানান, পাটুরিয়া ঘাট থেকে আর সি এল মোড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। আজকে (সোমবার) গাড়ির একটু চাপ বেশি। যেকারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, ফেরীতে গাড়ি পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি/