ঢাকা: বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন-২০১৫, পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১৫ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তিন আইনের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে সরকারি ট্রাস্ট পর্যবেক্ষণে একটি আইন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় এবং নেদারল্যান্ডসে অবস্থিত স্থায়ী সালিশি আদালতে (পিসিএ) প্রথমবারের মতো বাংলাদেশি দুই বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও মো. আওলাদ আলী সদস্য হওয়ায় বৈঠকে তাদের অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/আরএম