ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে চিকিৎসাসেবা গ্রহীতা-সেবাদাতা মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
শ্রীমঙ্গলে চিকিৎসাসেবা গ্রহীতা-সেবাদাতা মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এ সভার আয়োজন করা হয়।



সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. সাজ্জাদ হোসেন, ডা. শামীমা জাহান, সনাকের সাবেক সভাপতি ও সাংবাদিক সৈয়দ নেসার আহমেদ, সনাক সদস্য মো. বদরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য এসএম হামিদ।

সেবাগ্রহীতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুপস-এর নিবার্হী ফাহমিদা পারভিন, ভারতী কাহার, হাসিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ডা. বিনেন্দু ভৌমিক বলেন, বর্তমানে আমাদের হাসপাতলে সর্বাধিক সংখ্যক গর্ভবতী মায়ের সফল অন্ত্রোপচার সম্পন্ন হচ্ছে। এখানকার সেবার মান বাড়াতে আমরা আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।   

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।