ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

উত্ত্যক্তকারীর বিচার চাইতে গিয়ে

ধুনটে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ধুনটে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বগুড়ার ধুনট উপজেলায় মা-বাবা ও মেয়েসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে বখাটেদের পরিবার।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন-ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মোফেত আলী তালুকদার (৫০), তার ভাই আব্দুর রশিদ তালুকদার (৪২), রশিদের স্ত্রী জবেদা খাতুন (৩৭), তার ছেলে আজমি তালুকদার (২০) ও মেয়ে রশিদা খাতুন (১৪)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আব্দুর রশিদ তালুকদারের মেয়ে রশিদা খাতুন (১৪) মথুরাপুর সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একই গ্রামের আলমাস আলীর বখাটে ছেলে জাকির হোসেন (২০) প্রায় ছয় মাস ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন।

মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে সোমবার সকাল ১১টার দিকে বখাটে জাকির হোসেনের বাবা আলমাস আলীর বাড়িতে যান আব্দুর রশিদ তালুকদার ও তার বড় ভাই মোফেত আলী তালুকদার। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়।

একপর্যায়ে বখাটে জাকির হোসেন ও তার পরিবারের লোকজন আব্দুর রশিদ তালুকদার ও মোফেত আলীকে মারধর শুরু করেন।

সংবাদ পেয়ে আব্দুর রশিদ তালুকদারের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে বখাটের পরিবারের লোকজন রামদা দিয়ে কুপিয়ে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেন।   

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।