সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইয়াগাঁতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকের চালক গাজীপুরের শ্রীপুর থানার বাসিন্দা শাহ আলম আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। পথে রায়গঞ্জের ভুইয়াগাঁতি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫টি গরু মারা যায়।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর