বরিশাল: বরিশালের সাগরদীর আলোচিত সানু হত্যা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার(২১ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদীব আলী এ রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন- রুপাতলীর কাটাখালী রোডের বাসিন্দা মৃত তৈয়ব আলীর ছেলে সোহেল হাওলাদার, রুবেল হাওলাদার, ধান গবেষণা রোডের লিটন হাওলাদার ও তার ছেলে সম্রাট, কারিকর বিড়ি ব্রাঞ্চ এলাকার পরিমল কর্মকারের ছেলে উজ্জ্বল কর্মকার ও দক্ষিণ সাগরদীস্থ দরগাহ বাড়ির কবির হাওলাদারের ছেলে রাজিব হোসেন ওরফে রাজন।
আদালত সূত্র জানায়, সাগরদী ব্রিজ সংলগ্ন দোকানে ডাব বিক্রেতা সোহেল হাওলাদারের কাছে একই স্থানের রাইসমিল ব্যবসায়ী সানু ৪ হাজার টাকা পেতেন। ২০১৩ সালের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় সোহেলের দোকানে ওই পাওনা টাকা চাইতে যান সানু। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সোহেল তার দোকানে থাকা ধারালো দা দিয়ে সানুকে কুপিয়ে জখম করেন। পরে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত ১০টায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহত সানুর বাবা ধানগবেশনা সড়কের বাসিন্দা কাঞ্চন আলী হাওলাদার বাদী হয়ে সোহেলকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন কোতোয়ালি মডেল থানায়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ওসি বিমল কৃঞ্চ মিত্র এজাহারভুক্ত সব আসামিকে অভিযুক্ত করে গত বছরের ১০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ২০ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার বাদী ও আসামিদের উপস্থিতিতে রায় দেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি/