ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ভূমিহীন ৪০ পরিবারে মালিকানা হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
গোপালগঞ্জে ভূমিহীন ৪০ পরিবারে মালিকানা হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ভূমিহীন ৪০টি পরিবারের মধ্যে ভূমির মালিকানা হস্তান্তর করা হয়েছে। ফলে ওই পরিবারগুলো ভূমির মালিকানা পাওয়ার পাশাপাশি নিজেদের মাথা গোঁজার ঠাঁই পেলেন।



সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ‘পদ্মবিলা গুচ্ছগ্রাম’ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন এসব পরিবারের মধ্যে কবুলিয়াত নামা (দলিল) হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মো. কামরুল ইসলাম, সাতপাড় ইউপি চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।