ঢাকা: প্রতিবছর ২১ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক বধির দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এ দিবসটিকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা।
সেই সঙ্গে দিনটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক বধির সপ্তাহ- ২০১৫ (২১-২৭ সেপ্টেম্বর) উপলক্ষে ‘ইশারা ভাষায় অধিকার সুরক্ষায় শিশুরাও সক্ষম!’ শীর্ষক ব্যানারে সংস্থাটি মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
এছাড়া সংস্থার আহ্বায়ক ও ইশারায় বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংবাদ উপস্থাপক মনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংস্থার সভাপতি বলেন, পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ৭০ লাখেরও বেশি বধির রয়েছেন। এদের মধ্যে যারা শিক্ষায় আগ্রহী, তাদের জন্য আছে ইশারায় স্কুল শিক্ষা। এই সংস্থার আওতায় সারাদেশে প্রাথমিক স্কুলসহ ১৮টি হাইস্কুল রয়েছে।
এসব স্কুলের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই কারিক্যুলামে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে থাকেন। প্রতিবন্ধী হলেও এরা অন্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় মেধাবী।
উদাহরণ হিসেবে অ্যাডভোকেট তৈমুর বলেন, শুধু ঢাকা বধির স্কুলে ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এ স্কুলগুলোতে ইশারায় শিক্ষা দেওয়া হয়।
তিনি বলেন, আমরা সংস্থার পক্ষ থেকে চাই আন্তর্জাতিক বধির দিবসকে বাংলাদেশ সরকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনের ব্যবস্থা করুক। সরকারি অফিস-আদালতে ইশারা ভাষার প্রশিক্ষণ দেওয়া হোক।
এছাড়াও শিক্ষা ব্যবস্থায় বধিরদের জন্য আলাদা শিক্ষা কারিক্যুলাম প্রণয়নের দাবিও জানায় সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এনএইচএফ/জেডএস/এবি