চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৯) দু’টি দল পৃথক অভিযানে এ ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি-৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সকাল ৯টার দিকে সীমান্ত পিলার ১৩/৩ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর মাঠ এলাকা থেকে ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এরআগে ব্যাটালিয়নের আজমতপুর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮১/২ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর মাঠ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর/