লালমনিরহাট: লালমনিরহাট বিশেষ অভিযানে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কেল) আদিবুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ৫টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মামলার ২১ জনকে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় থানায় ৩টি মামলা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি