ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাগর ও উপকূল থেকে আরো ২৬ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
সাগর ও উপকূল থেকে আরো ২৬ জেলে উদ্ধার

বাগেরহাট: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের আরো ২৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ বাহিনী।

এর আগে রোববার রাতে ৭৫ জেলেকে উদ্ধার করেন তারা।



সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে সুন্দরবনের দুবলারচরের মেহেরআলীর চর উপকূল থেকে ডুবে যাওয়া একটি ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। অপর একটি দল আলোরকোল সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান তিন জেলেকে উদ্ধার করে। তাদের দুবলারচর কোস্টগার্ড কন্টিনজেন্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া নৌবাহিনী সোমবার সকালে আরো ১০ জেলেকে উদ্ধার করে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা পর্যন্ত কোস্টগার্ড ৫০ জন এবং নৌবাহিনী ২৫ জেলেকে উদ্ধার করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, বানৌযা শাহ পরানে উদ্ধার হওয়া ৩৫ জেলেকে বাগেরহাটের মংলায় নৌ ঘাঁটিতে আনা হচ্ছে। সন্ধ্যা নাগাত তারা মংলা পৌঁছাতে পারে।

এদিকে নিখোঁজ জেলেদের সন্ধানে তাদের স্বজন ও মহাজনরা মংলার উদ্দেশে রওনা হয়েছেন।

বাগেরহাট কেবি বাজার মৎস আড়ৎদার সমিতির সভাপতি এস এম আবেদ আলি বাগেরহাটের ১০টি ট্রলার ডুবি ও একটি নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি বলেন, বহু মাঝিমাল্লা ও জেলে নিখোঁজ রয়েছেন। নৌ বাহিনী কিছু জেলেকে উদ্ধার করেছে, খবর আমরা মংলা যাচ্ছি। তবে কয়েকজন জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেলেও জেলে মহাজন সূত্র এখনো তা নিশ্চিত করতে পারে নি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।