ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনোয়ার মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ  শমসেরনগর রেললাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।



রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ভানুগাছ  শমসেরনগর রেল লাইনের পাশে আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।