সৈয়দপুর (নীলফামারী): আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর পৌরসভায় ও পাঁচটি ইউনিয়নে দুই দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এর মধ্যে খাতামধুপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এসময় অনেকের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী উপস্থিত ছিলেন।
ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় সৈয়দপুর পৌরসভার চার হাজার ৬২১ জনের জন্য ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল, কামারপুকুর ইউনিয়নের সাত হাজার ৯৯৩ জনের জন্য ৭৯ দশমিক ১৩ টন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নয় হাজার ৭৯৩ জনের জন্য ৯৭ দশমিক ৯৩ টন, খাতামধুপুর ইউনিয়নের ছয় হাজার ৯২৩ জনের জন্য ৭৯ দশমিক ২৩ টন, বোতলাগাড়ি ইউনিয়নের ১১ হাজার ৭৫৪ জনের জন্য ১১৭ দশমিক ৫৪ টন ও বাঙালিপুর ইউনিয়নের ছয় হাজার ১৭১ জনের জন্য ৬১ দশমিক ৭১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/এসআই