ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক পরিবহন ব্যবস্থা টেকসই করতে আইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
সড়ক পরিবহন ব্যবস্থা টেকসই করতে আইন

ঢাকা: মোটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও টেকসই করতে একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৫’ এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
 
বর্তমানে ১৯৮৩ সালের একটি মোটরযান অধ্যাদেশ অনুযায়ী বিআরটিএ পরিচালিত হচ্ছে।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিবহন খাতের উন্নয়ন ও বিস্তৃতি ঘটেছে। কিন্তু আইনি ভিত্তি সবল নয়। সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যকরভাবে কাজ করতে গেলে আইনি কাঠামো শক্তিশালী করার প্রয়োজন আছে। এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিত আইন করার উদ্যোগ নেয়। বিভিন্ন সভায় মতামত, পরামর্শ দিয়ে আইনের খড়া চূড়ান্ত করা হয়েছে।
 
অধ্যাদেশে চারটি ধারা থাকলেও আইনে ২৮টি ধারা ও ৭২টি উপধারা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে কর্তৃপক্ষ ও উপদেষ্টা পরিষদের গঠন, কাজ, লক্ষ্য, উদ্দেশ্য, প্রশাসন পরিচালনা, কমিটি গঠন, বাজেট-হিসাব-অডিট ইত্যাদি যুক্ত করা হয়েছে।
 
কর্তৃপক্ষকে ভবিষতে কোম্পানি গঠন করার সুযোগ দেওয়া হয়েছে, তবে এই মুহূর্তে কোম্পানি গঠন হচ্ছে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
‘আইনের মূল উদ্দেশ্য মোটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব, টেকসই এবং দক্ষতর করা। ’
 
আইনের অধীনে সড়ক পরিবহন সেতু মন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হবে বলে উল্লেখ রয়েছে।
 
উপদেষ্টা পরিষদে থাকবেন ঢাকার মেয়র, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। তারা গাইড লাইন্স বা উপদেশ দেবেন।
 
প্রশাসন পরিচালনা করবেন পরিচালনা পর্ষদ, যার প্রধান হবেন বিআরটিএ’র চেয়ারম্যান। কয়েকজন সার্বক্ষণিক ও খণ্ডকালীন পরিচালক থাকবেন, যারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসবেন।
 
আইনে বিধিমালা ও প্রবিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে।
 
এই আইনের মাধ্যমে সড়ক পরিবহন ব্যবস্থা উন্নত ও দক্ষতর করা যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এসকে/এমজেএফ/

** সরকারি খাতে ট্রাস্ট পরিচালনায় ‘আমব্রেলা ল’ করার নির্দেশ
** মন্ত্রিসভা বৈঠকে ৩ আইন অনুমোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।