ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি : প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশরাফুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন।



আশরাফুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকার ফাইজুল আমিনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, আশরাফুল ইসলাম দীর্ঘ দিন ধরে জাঙ্গীর এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় এক বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আশরাফুলকে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।