বরগুনা: বরগুনার আমতলী উপজেলার খানবাড়ি এলাকায় বজ্রপাতে মাইনুদ্দিন (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ওই এলাকায় একটি মাঠে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে।
মৃত মাইনুদ্দিন পাশের উপজেলার কলাপাড়ার ১০ নম্বর বালিয়াতলি গ্রামের বাসিন্দা। তিনি আমতলী উপজেলায় অন্যের জমিতে কাজ করতেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, সকালে বৃষ্টির মধ্যে উপজেলার খানবাড়ি এলাকায় একটি মাঠে কাজ করছিলেন মাইনুদ্দিন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার মরদেহ নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ