ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুয়া-পুকুরের পানি ব্যবহার রোধে লাল নিশান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
কুয়া-পুকুরের পানি ব্যবহার রোধে লাল নিশান

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে অন্তত অর্ধশতাধিক মানুষ স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।



এদিকে, ডায়রিয়া থেকে রক্ষায় এরইমধ্যে গ্রামের বিভিন্ন পুকুর ও কুয়ার পানি ব্যবহার বন্ধে লাল নিশান ওড়ানোর নির্দেশ ‍দিয়েছে উপজেলা প্রশাসন।

এসব গ্রামে বিশুদ্ধ খাবার পানির সংকট, পুকুর ও কুয়ার পানি ব্যবহার এবং অসচেতনতার কারণে এ রোগ ছড়িয়ে পড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

তবে স্থানীয় প্রশাসন বলছে, ডায়রিয়ার প্রকোপ রোধে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
সরেজমিনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে জানা যায়, গত তিন দিন ধরে ভোলাহাট উপজেলার খালেআলমপুর, সুরানপুর, মুশরীভূজা, ময়ামারী ও মুন্সিগঞ্জ গ্রামের বিভিন্ন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন।

তিন দিনে এসব গ্রামের নারী-শিশুসহ ৫০/৬০ জন এ রোগে আক্রান্ত হয়ে পড়েন। এতে এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহসান হাবিব ও ডা. মেহফুজ এবং স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর বাংলানিউজকে জানান, ডায়রিয়া এভাবে ছড়িয়ে পড়ার পেছনে স্থানীয়দের সচেতনতার অভাব রয়েছে।

তারা স্বীকার করেন, এসব এলাকায় পর্যাপ্তসংখ্যক নলকূপের অভাব রয়েছে। নলকূপ বসানো হলে এ অবস্থা দূর হবে।

এদিকে, সোমবার সকালে হাসপাতালে আক্রান্তদের দেখতে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত মো. রফিক।

পরে তিনি ওইসব গ্রামের পুকুর ও কুয়ার পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় তা বন্ধের জন্য সেখানে লাল নিশান ওড়ানোর নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মশিউর রহমান জানান, উপজেলা প্রশাসনের নির্দেশের আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি মেডিকেল টিম পর্যায়ক্রমে আক্রান্ত এলাকায় কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।