ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩ ছিনতাইকারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
চাঁদপুরে ৩ ছিনতাইকারীর কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরে টাকা ছিনতাই ও মারধর করার দায়ে তিন ছিনতাইকারীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর দ্রুত বিচার ট্রাইবুন্যালের ম্যাজিস্ট্রেট মাশরুর ছালেকীন এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত আবদুল রহিমের ছেলে পারভেজ, একই এলাকার মো. হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ও ইসমাইল।

মামলার বিবরণ সূত্র থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মো. মফিজ (৬০) ও তার ছেলে নুরুল ইসলাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই তিন ছিনতাইকারী বাবা-ছেলের গতিরোধ করে মারধর করে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনার পরদিন মফিজ ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠায়।

মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রেজা পাহলভী মজিদ শেলী বাংলানিউজকে জানান, মামলাটি আদালতে বিচারাধীনকালে তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জনের স‍াক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনশৃঙ্খলা লঙ্ঘন অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ সংশোধিত ২০১২ এর ৪/৫ ধারায় অভিযুক্তদের ম্যাজিস্ট্রেট তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

এছাড়াও মামলায় অভিযুক্ত আরেক আসামি শরীফ হোসেন দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন কাজী মোহাম্মদ হান্নান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।