ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
বদলগাছীতে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তি খুন

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ইসবপুর ইউনিয়নের তীরমোহনী বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ছুরিকাঘাতে ইব্রাহিম খলিলুল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

বিকেল ৩টার দিকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নিহত ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার গয়েশপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ইব্রাহিম একই এলাকার আনোয়ার হোসেন রানা নামে এক যুবককে কিছু টাকা ধার দিয়েছিলেন। সকালে তীরমোহনী বাজারে গিয়ে আনোয়ারের কাছে সেই টাকা ফেরত চাইলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার তাকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে পাশের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক আনোয়ারকে ছুরিসহ আটক করা হয়েছে।

এই ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।