চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সংরক্ষিত আসনের নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ৯ জন নারী সদস্যকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।
শপথগ্রহণকারীরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহিমা বেগম, হাটহাজারীর মোরশেদা পারভীন ও পটিয়ার শাহনাজ আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাহমুদা বেগম এবং চাঁদপুর সদর উপজেলার হাছিনা বেগম, মতলব উত্তর উপজেলার শাহিনা আক্তার, নাজমা বেগম ও তাছলিমা বেগম।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স সিরানের সঞ্চালনায় নারী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তরের শাহিনা আক্তার ও ফটিকছড়ির রহিমা বেগম।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর