ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজ উদ্দিন (৪০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তিনি পুঠিয়ার গোপালহাটি গ্রামের ভাদুর উদ্দিনের ছেলে।

রাজশাহীর পুঠিয়া থানার পরিদর্শক হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বাড়ির পাশে কাঁচা বাঁশের লগি দিয়ে চিচিঙ্গা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাফিজ।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে অ্যাম্বুলেন্সে করে হাফিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

পরে সেখান থেকেই পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়ি নিয়ে যান বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।