ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক ছবি: প্রতীকী

খুলনা: ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে খুলনায় বাদশা মল্লিক নামে এক ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। আটক বাদশা মল্লিক তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।



সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাকে আটক করেন।

ইউএনও বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার অতি দরিদ্রদের জন্য ভিজিডি প্রকল্পের আওতায় প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ করছে। দীর্ঘদিন ধরে এ চাল কম দেওয়ার অভিযোগ উঠছে। সোমবার আজগড়া ইউনিয়ন পরিষদে বিতরণ করা চালে তিন থেকে সাত কেজি কম পাওয়া গেছে।

চাল আত্মসাতের অভিযোগে তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরও করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমআরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।