ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পিও’দের প্রথম শ্রেণীর দাবি সরকারের বিবেচনায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিও’দের প্রথম শ্রেণীর দাবি সরকারের বিবেচনায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ‘সচিবালয়ের দ্বিতীয় শ্রেণীর প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে। শুধু তাই নয়, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনরায় বহালসহ সহকারি সচিব পদে পদোন্নতির সুযোগ বৃদ্ধির বিষয়গুলোও বিবেচিত হবে’- বলেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।



সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স (পিও) অ্যাসোসিয়েশনের নতুন কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

অ্যাসোসিয়েশনের সদস্যরা অষ্টম জাতীয় পে-স্কেলে বিভিন্ন উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে নতুন পে-স্কেলে জীবনমানের উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতার বিষয় প্রতিফলিত হওয়ায় এবং নববর্ষ ভাতা চালু-পেনশন ভাতার হার বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে নেতারা বিদ্যমান সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করায় ক্ষোভও প্রকাশ করেন।

পিও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক এস এম ফরিদ আহম্মেদসহ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. কবিরউদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন ও নির্বাহী সদস্য আলমগীর হোসেন।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে সমাধানে সরকার সচেষ্ট থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।