রাজশাহী: রাজশাহীতে হয়ে গেলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের মহড়া। কোনো সময় হঠাৎ ভূমিকম্প হলে পরবর্তী পরিস্থিতি কী করে তা মোকাবেলা করা যায় তা দেখানো হয়েছে এ মহাড়ায়।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) মহানগরীর রানীবাজার এলাকায় ভূমিকম্প পরবর্তী এ উদ্ধার অভিযানের মহড়া প্রদর্শিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহ উপ-পরিচালক নুরুল ইসলাম, সহ-পরিচালক আহসানুল কবীর এবং সহ-পরিচালক (বগুড়া) আবদুল মান্নান।
রাজশাহী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহ উপ-পরিচালক নুরুল জানান, হঠাৎ ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কী করণীয় তা এ মহড়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। মহড়া চলাকালে ভূকম্পন পূর্ব, কম্পকালীন ও ভূমিকম্প পরবর্তী মুহূর্তগুলো কীভাবে সচেতনতা ও সতর্কতার সঙ্গে মোকাবেলা করা যায় তার ধারণা দেওয়া হয়েছে।
এজন্য মহানগরীর রানী বাজার এলাকার একটি বহুতল ভবন ব্যবহার করা হয়েছে। নিজস্ব কর্মী ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা মহড়ায় অংশ নেয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসএস/এএ