ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ডিপিডিসি’র অভিযানে ২ কোটি টাকা জরিমানা আদায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ডিপিডিসি’র অভিযানে ২ কোটি টাকা জরিমানা আদায়

ঢাকা: বিদ্যুৎ চুরির বিরুদ্ধে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্সের অভিযান চলছে। এর মধ্যে গত সাত দিনে প্রায় দুই কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।



সোমবার (২১ সেপ্টেম্বর) ডিপিডিসি’র কোম্পানি সচিব ও স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী জানিয়েছেন, অভিযানে মিটার বাইপাস করে ৬৩ লাখ টাকার বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়েছে। এজন্য পৃথক ৩টি মামলা দায়ের ও ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি জানান, রামপুরায় মোল্লা টাওয়ারে লিরিক অ্যাপারেলস লিমিটেডের কারখানায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বংশালে পৃথক অভিযানে ৬৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপরাধে ১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মধুবাগ এলাকায় বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বাসায় মিটার বাইপাসের মাধ্যমে ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। ওই ব্যক্তির কাছ থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, পল্টন এলাকায় বেআইনিভাবে বিদ্যু‍ৎ চুরি করে একাধিক প্রতিষ্ঠানে বিক্রির ঘটনা ধরা পড়েছে। এছাড়া কামরাঙ্গিরচরে একটি কারখানায় অবৈধ সংযোগের মাধ্যমে প্রায় ২৬ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি, নারিন্দা ও কাজলায় দু’টি নির্মাণাধীন ভবনে রাজস্ব ফাঁকি এবং পল্টন এলাকায় বেআইনিভাবে বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই/এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।