ঢাকা: রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে রহিমা (২৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর রূপনগর এলাকার ১৬নং রোডের ৩নং বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহিমা নেত্রকোনা জেলার কমলাকান্দার রফিকুল ইসলামের মেয়ে। তিনি গত দু’মাস ধরে সাঈদ হোসেনের (বাড়ির গৃহকর্তা) ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে রহিমা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেডএফ/এসএস