ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশে ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা বিশ্বেও প্রথম।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় এ দূতাবাসের উদ্বোধন করা হয়।



ঢাকা সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমেয়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস দূতাবাসের উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্স ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় এই ফ্রাঙ্কো-জার্মান দূতাবাস স্থাপন করা হয়েছে।

এর আগে সোমবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমেয়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস।

এ সফরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীসহ ফ্রান্সের আট কর্মকর্তা এবং জার্মানির ৩২ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। সফর সঙ্গী হিসেবে আছেন দুই দেশের ১৪ গণমাধ্যম কর্মীও।

একদিনের এ সংক্ষিপ্ত সফরে সাভারের বংশী নদী পরির্দশন করেছেন তারা। সফর শেষে সোমবার রাত পৌনে ১০টায় এই দুই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছঅড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেপি/এমএ

** বংশী নদী পরিদর্শনে ফ্রান্স-জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।