ঝিনাইদহ: ঝিনাইদহে এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ইদ্রিস আলী (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ সময় রাবেয়া খাতুন (৩২) নামে এক নারী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস আলী উপজেলার শারুদিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের নেহাল মুন্সীর ছেলে।
আহত রাবেয়া খাতুন (৩২) একই উপজেলার চরধরলা গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে রাজাপুর গ্রামের উজ্জলের ছেলে শাকিল আহমেদকে (৩) জুস খাইয়ে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন ইদ্রিস আলী ও রাবেয়া খাতুন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা সমবেত হয়ে তাদের পিটুনি দেয়।
এতে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে সদর থানা পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান ইদ্রিস আলী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গণপিটুনিতে দুই জন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে এক জনের মৃত্যু হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের মকবুল হোসেন মোল্লার ছেলে সবাই মোল্লাকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, নিহত ইদ্রিস আলীর স্ত্রী চামেলী খাতুন বাংলানিউজকে জানান, তারা ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার আবুল কাশেমের বাড়িতে দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করছেন। তিনি বলেন, আমার স্বামী ঝিনাইদহ শহরে রিকশা চালিয়ে ও আখের রস বিক্রি করে সংসার চালাতেন। অপহরণের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না বলে দাবি করেন চামেলী খাতুন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫/আপডেট: ২০৩০
এমজেড