শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাদীমহল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক সুচিত্রা ধর, ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান প্রমুখ।
এছাড়া শ্রীমঙ্গলের সর্বস্তরের প্রতিনিধিসহ জেলা পুলিশ সুপার মো. শাহজালাল, এডিশনাল এসপি মো. জাহিদুল ইসলাম, এডিশনাল এসপি (ডিএসবি) মো. খাইরুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
বিবিবি/এসএস