নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ছাঁইয়াখালি এলাকার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে ছাঁইয়াখালি বাজারের লোকজন পাশের খালে অর্ধগলিত একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, মৃতদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/এসআর