বরিশাল: বরিশালে চলমান করমেলার ষষ্ঠ দিনে এক কোটি ৪৯ লাখ ২১ হাজার ৮৬০ টাকা আয়কর আদায় হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মেলা অনুষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল অঞ্চল কর প্রধান মোহাম্মদ জাহিদ হাছান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার রায়, যুগ্ম কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল, বরিশাল সোনালী ব্যাংক শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সমীরণ চন্দ্র কর্মকার ও উপ কর কমিশনার আবদুল রাজ্জাক প্রমুখ।
বরিশালে করমেলায় সোমবার পর্যন্ত ২৫৪ জন ব্যক্তি নতুন টিআইএন গ্রহণ করেছেন। মেলায় ৩১ হাজার ৬৭৬ করদাতাকে সেবা প্রদান করা হয়। এছাড়া প্রাপ্ত রিটার্ন সংখ্যা ৩ হাজার ১৭১টি।
২০১৫-১৬ অর্থবছরে বরিশাল বিভাগে ১৮ হাজার নতুন করদাতা সৃষ্টি ও ২৫৫ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/এসআর