ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।



সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে, তিনি অটোরিকশার চালক হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

আহতরা হলেন- সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে রাজু (২৬), একই এলাকার হিরু মিয়ার ছেলে সম্রাট (২০), ডাহুকিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে হযরত আলী (২৫) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুরা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে পাভেল (২০)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কাটাবাড়িয়া গ্রামে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চার জন আহত হয়।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫/আপডেট: ২০২০   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।