ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর সদর ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আনোয়ার হোসেন মজিবর মৃধা (ফ্রিজ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
এতে মো. আনোয়ার হোসেন মজিবর মৃধা (ফ্রিজ) প্রতীক নিয়ে ৪১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম কাজল শরীফ (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে ৩২১৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১০৭ জন ও পুরুষ ৯ হাজার ৯০৭ জন।
২০১৫ সালের ৩১ জুলাই চেয়ারম্যান আ. ওয়াহেদ মৃধার মৃত্যু হলে এ পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ