মানিকগঞ্জ: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণী জটিলতা দ্রুত নিরসন, সহকারী শিক্ষকদের পদোন্নতির জটিলতা, স্বতন্ত্র বেতন স্কেল প্রদানসহ বিভিন্ন দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষকরা এ কর্মবিরতি পালন করেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়। এছাড়া ১৯ ও ২০ তারিখ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার সব বিদ্যালয়ে দুই ঘণ্টা কর্ম বিরতি পালন করা হয়েছে।
তিনি আরো জানান, ১৫ অক্টোবর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিকগঞ্জ জেলার সব প্রাথমিক শিক্ষক মানববন্ধনে যোগদান করবে। ১৪ অক্টোবরের মধ্যে শিক্ষকদের দাবি পূরণ না হলে মানববন্ধন থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএ