ঠাকুরগাঁও: নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে জনতার হাতে পিটুনি খাওয়া ঠাকুরগাঁওয়ের সেই দুই উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এসপি।
বরখাস্তকৃতরা হলেন, পীরগঞ্জ থানার এসআই নুর আলম সিদ্দিকি ও এসআই মামুন এবং কনস্টেবল জিওভ আহম্মেদ, আব্দুল জলিল, সোহাগ ও মনোরঞ্জন।
পুলিশ জানায়, পীরগঞ্জ থানার এসআই নুর আলম ও মামুনসহ পুলিশের ৬ সদস্য গত ১৯ সেপ্টেম্বর বিকেলে পীরগঞ্জ ও রানীশংকৈল থানার সীমান্তবর্তী গোগর এলাকায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করেন। পরে দালালের মাধ্যমে টাকার বিনিময়ে ছেড়ে দেন।
এ ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়। একপর্যায়ে তাদের পিটুনি দিয়ে গোগর স্কুল মাঠে আটকে রাখে। পরে পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার সফিকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর পীরগঞ্জ ও রানীশংকৈল থানার ওসি রাতে স্কুলমাঠে সালিশ বৈঠকের মাধ্যমে ক্ষমা চেয়ে তাদের ছাড়িয়ে আনেন।
পরদিন বিকেলে ওই ৬ জনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সোমবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর