ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙনে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রাম ও এমপিডাঙ্গী গ্রামের ১৫টি বসতবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে।
রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ভাঙন সোমবারও (২১ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে।
চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গত কয়েকদিনে প্রচণ্ড বৈরী আবহাওয়া বয়ে চলছে এই এলাকাগুলোতে। পানি কমার সঙ্গে সঙ্গে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এছাড়া টানা বৃষ্টির কারণে পদ্মার কোলঘেঁষে থাকা এলাকায় রোববার বিকেল থেকে ভাঙন শুরু হয়। সোমবার পর্যন্ত ১৫টি বসতবাড়ি বিলীন হয়েছে।
ভাঙন কবলিত পরিবারগুলো হলো- উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের জামাল খাঁ, হারুন খাঁ, বারেক খাঁ, এলেম খাঁ, রশিদ খাঁ, নয়ন খাঁ, ফরহাদ মোল্লা, জয়নাল খাঁ, বাহের মোল্লা, শহীদ মোল্লা, সামাদ মোল্লা, মাসুদ মোল্লা, তোতা মৃধা, এমপিডাঙ্গী গ্রামের মমতাজ বেগম ও মাসুদ মোল্লা।
বালিয়াডাঙ্গি গ্রামের বারেক খাঁ বাংলানিউজকে জানান, আমার বাড়িসহ মোট ১৫টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। টের পেয়ে বাড়িঘর ভেঙে এনেছি। তবে নতুন করে ভাঙনের আশংকায় কাছাকাছি কোথাও বাড়ি তৈরি করতে পারছি না। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএ