ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে চাঁদপুর-চট্টগ্রাম রুটে দু’টি স্পেশাল ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঈদে চাঁদপুর-চট্টগ্রাম রুটে দু’টি স্পেশাল ট্রেন ফাইল ফটো

চাঁদপুর: ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদের আগে ও পরে দু’টি স্পেশাল ট্রেন সার্ভিস দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় চিফ অপারেটিং সুপারেনডেনটেন্ড (পূর্ব) থেকে এ তথ্য জানানো হয়েছে।



২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে স্পেশাল ট্রেনগুলো এ রুটে যাতায়াত শুরু করছে।

চাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছবে বিকেল ৫টা ০৫ মিনিটে।

ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেঢ়ে রাত ৮টা ০৫ মিনিটে চাঁদপুর পৌঁছবে। ট্রেন দু’টি ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুরে যাত্রী নামিয়ে ফের চট্টগ্রাম চলে যাবে। ঈদের দিন কোনো ট্রেন চলাচল করবে না।

ঈদের পরদিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটি চাঁদপুর থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে।

ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটি চাঁদপুর থেকে ভোর ৬টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে বেলা ১২টায় চট্টগ্রাম পৌঁছবে।

চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, বাংলাদেশ রেলওয়ের স্টেশনের পর্যাপ্ত নিরাপত্তার জন্য আনসার, রেলওয়ে পুলিশ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।