ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে গোলাম নবী মিলন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই মিলনের বোন মুনিরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন বলে জানান এএসআই সিরাজুল।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

মিলন ঢাকা মহানগর উত্তরের সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে বাংলানিউজকে জানান, বোন মুনিরা। তিনি বলেন, আমার ভাই ট্রেনে কাটা পড়ে মরতে পারে না। তাকে ট্রেনের নিচে ফেলে মারা হয়েছে।

মিলন স্বপরিবারে রাজধানী রামপুরার উলন রোডে ভাড়া বাসা নিয়ে থাকেন বলে জানান মুনিরা।

মুনিরা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী তপুর সঙ্গে আমার ভাইয়ের বিরোধ ছিলো। এ হত্যাকণ্ডের পেছনে তপুর হাত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এজেডএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।