গাজীপুর: ঠাণ্ডা মাথায় গাড়ি চালালে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সাধারণ মানুষের ঈদ যাত্রায় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ভ্রমণ স্বস্তিদায়ক করতে মহাসড়ক সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন মন্ত্রী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চন্দ্রায় বাইপাস করার কারণে যানজট সমস্যা অনেকখানি কমে গেছে। মহাসড়ক যান চলাচলের উপযোগী হয়েছে। এখন চালকরা শুধু ঠাণ্ডা মাথায় গাড়ি চালালে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবেন।
এদিকে মন্ত্রী গত তিনদিনে মহাসড়কে যানজট পরিস্থিতির জন্য অতিবৃষ্টিকে দায়ী করেন।
পরে তিনি চন্দ্রা মোড়ের পুলিশ বক্সে বসে এক ঘণ্টা ধরে নিজেই সড়ক মনিটর করেন। তার সঙ্গে ছিলেন হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দীন খান, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আইএ